Skip to main content

About Us

কাজী জহুরুল হক কলেজটি বিশিষ্ট শিল্পপতি কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী জাহেদুল হাসান তার প্রয়াত পিতার নামে ঢাকা খুলনা মহাসড়কের পাশে মেরী-গোপিনাথপুর গ্রামে এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত করেন। কলেজটি প্রতিষ্ঠার পূ্র্বে অত্র অঞ্চলে কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এখানকার শিক্ষা্র্থীদের দী্র্ঘ পথ পাড়ি দিয়ে গোপালগঞ্জ শহরে যেতে হতো। বিষয়টি অনুধাবন করে বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব কাজী জাহেদুল হাসান কলেজটি প্রতিষ্ঠা করেন।

আমাদের কলেজটি ২২/০৭/২০১০ ইং তারিখে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ধীরে ধীরে মেরী-গোপীনাথপুর তথা গোপালগঞ্জের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১৯ সালের এইচ.এস.সি পরীক্ষায় পরীক্ষার ফলাফলে আমাদের কলেজ গোপালগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করেছে।
বর্তমানে আমাদের কলেজ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাঠদান চালু থাকলেও ভবিষ্যতে আমাদের কলেজে স্নাতক ডিগ্রি ও সম্মান কোস খোলার পরিকল্পনা রয়েছে।